পাসওয়াড ভুলে যাওয়া সমস্যার সমাধান

আপনি প্রথমে জেনে নিন আপনার অপারেটিং সিস্টেম টা কি।
আমি বুলবুল সব সময় আপনাদের সাহাজ্যে প্রস্তুত। 
দয়াকরে কপি করে পোষট করবেন না। অনেক কষ্ট করে লিখতে হয়। আমার নাম্বার ঃ-+919564526377

যদি Windows XP হয়ে থাকে তবে এক পদ্ধতি আর যদি Windows 7 বা তার উপরের কিছু হয়, তাহলে অন্য পদ্ধতি।

Windows XP হলে ঃ-

কম্পিউটার অন করার সময় আপনি Key-Board থেকে টাইপ করুন Alt + Ctrl + Delete.
তারপর একটি নতুন Window আসবে । সেখানে User Name এর জায়গায় লিখুন - ADMINISTRATOR লিখে Enter টিপুন। ব্যাস হয়েগেল আপনার কাজ। কম্পিউটার খুলে যাবে। এবার আপনার User Account এ গিয়ে রিসেট করে নিন আপনার Password.

Windows 7 এর উপরে হলে ঃ-

কম্পিউটার অন করার সময় আপনি Key-Board থেকে তাইপ করুন F8. ওখানে যে কালো ডিস্পেলে আসবে সেখানে Safe Mode এ জান । তারপর Enter টিপুন ।ব্যাস আপনার কম্পিউটার খুলে যাবে। এবার User Account এ গিয়ে রিসেট করে নিন আপনার Password.

ভালো লাগলে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আমি বুলবুল সব সময় আপনাদের সাহাজ্যে প্রস্তুত। 

দয়াকরে কপি করে পোষট করবেন না। অনেক কষ্ট করে লিখতে হয়। আমার নাম্বার ঃ-+919564526377