আপনারা সকলেই জানেন অনলাইন ফর্ম ফীলাপে সব থেকে ঝামেলাড় কাজ হল - ছবী বা ডকূমেণ্ট আপলোড করা।
এই সমস্যার সমাধান আজ আমী আপনাদের জানাবো।
প্রথমে নিচের লিংক থেকে ছোট একটি সফটওয়ার ডাঊণলোড করে নিন।
CLICK করার পর নিচের ছবির মত জায়গাতে হলুদ রঙ এর মত জায়গায় ক্লীক কড়েই ডাঊণলোড হবে।
ডাঊণলোট হওয়ার পর Instalকরে নিন।
Instal করার পর open ক্নরলে নিচের ছবির মত দেখাবে।
ছবিতে দেখা যাচ্ছে Resolution কম বেশি করে ছবির সাইজ কম বেশি করা যায়। Just যে কোন ছবিকে ওটার উপরে ছবি এনে ছাড়লেই ব্যাস কাজ সেস। নতুন একটি ফাইল বানিয়ে ছবির সাইজ কম হয়ে Save ও হয়ে যাবে।
এছাড়াও Options এ গেলে নিচের ছবির মত দেখাবে।
JPEG Quality: কম বেশি করেও ইচ্ছে মত ছবির সাইজ কম বেশি করা হবে।
আশাকরি সকলেই পারবেন।
যদি কোন সমস্যা হয় আমাকে Call/Whatsapp/SMS/Teligram/Mail করুন। +919564526377
ধন্যবাদ জানাতে আমার ছবিতে ক্লিক করুন আর আমার Facebook এ জানান ধন্যবাদ