রঙ্গিন ফেসবুক ব্যবহার করুন মজার সাথে।

আসুন তাহলে আজ শিখে ফেলুন কি ভাবে ফেসবুকে মজা করা যায়।
আমরা আনেক সময় অনেক সময় অনেক অনেক বার ফাসবুক স্ট্যাটাস দিয়ে থাকি। সাধারণত স্ট্যাটাস গুলো কালো রং এর লেখায় হয়।
আজ আমি আপনাদের শেখাবো কি ভাবে রঙ্গিন লেখা স্ট্যাটাস দেওয়া যায়।
তাহলে শুরু করুন।
প্রথমে নিচের দেওয়া লেখা গুলি কপি করে রাখুন।
Color Code:

<+fg=b0ffd700> golden
<+fg=b0000000> black
<+fg=b0ff7f00> orange
<+fg=b0ffff00> yellow
<+fg=b0ff00ff> light pink
<+fg=b0ff007f> dark pink 
<+fg=b0ff0000> redish pink
<+fg=b0800000> brown
<+fg=b0ffc0cb> light purple
<+fg=b06f00ff> dark blue
<+fg=b0c0c0c0> grey
<+fg=80ffffff> sky blue 
<+fg=b000ffff> light blue
<+fg=b0bf00ff> purple
<+fg=b08f00ff> dark purple
<+fg=b0808000> mehandi green
<+fg=b0ba55d3> light purple
<+fg=b0f000f0> majenta 
<+fg=b00000ff> blue
<+fg=b0b08080> steel grey
<+fg=b0000080> movve
<+fg=b0964b00> light brown
<+fg=f0f00f0f> red
<+fg=b000ff00> green
এর পর যে রং এ আপনি স্ট্যাটাস লিখতে চান সেই কোডটি কপি করুন- যেমন  ঃ- লাল এর জন্য-
<+fg=f0f00f0f> এর কোডটি লেখার পর যা যা লিখবেন, সব লাল রং এর হবে। কিন্তু তার আগে আপনাকে কোড থেকে + চিহ্ন টি মুছতে হবে, যেমন- <fg=f0f00f0f>