MS Exel শিখুন আমার সাথে।
আপনারা জানেন ! আপনি কোন অফিস এ কাজ পেলে আপনাকে MS Excel জানতেই হবে।
অফিসের সমস্ত কাজে MS Excel ব্যবহার করা হয়।
তাহলে আপনার MS Excel জানা অত্যন্ত জরুরী।
আমরা অনেকে অনেক কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখে থাকি, কিন্তু MS Excel ভালো ভাবে জানিনা।
এই সমস্যার সমাধানে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি সঠিক সমাধান।
আসুন তাহলে শিখে নেওয়া যাক MS Excel.
উপরের ছবিটি MS Excel এর ওপেন পেজ। এই পেজটাকে বলা হয় শিট বা ট্যাব। ছবিতে দেখানো A B C ..... লেখার যে লম্বা লম্বা ঘর, সে গুলোকে কলাম বলা হয়। পাশে 1 2 3 4 ............ লেখা গুলোকে রও বলা হয়।
উপরে Home Insert Page Layout Etc লেখা আছে। ওটাকে বলা হয় টুলবার।
উপরের ছবিতে আমরা আছি Home টুলবার এ।
আসুন Home টুলবার সম্পর্কে বলি।
উপরের ছবিটি Home টুলবার এর। 1 2 3 4 5 6 7 এর সাতটি নাম্বার সম্পর্কে জানাবো।
1 নম্বর লেখা যে সাবটুল দেখা যাচ্ছে- ওটা লেখা বা ঘরকে কপি, পেস্ট, কাট এর কাজে ব্যবহার হয়।
2 নম্বরটি হল ফন্ট টুল- লেখার আকার আকৃতি, সাইজ, ধরন পালটাতে ব্যবহার হয়।
3 নম্বরটি হল আলিগমেন্ট টুল- এটাতে পেজে লেখা পেশ করার ধরন পালটানো হয়। যেমন আপনি মাঝ থেকে লেখবেন না বামদিক থেকে নাকি ডানদিক থেকে নাকি উপর নিচে। সেই সব কিছু এখানে হয়।
4 নম্বর হল লেখার মাঝে ব্যবহার করা কিছু স্যাম্বল থাকে।
বাকি 5 6 7 নম্বর ব্যবহার তেমন হয়না। অঙ্ক বা ফরমুলার কাজে ব্যবহার হয়।
আরও শিখতে আমার সাথে যোগাযোগ করুন।