@ একটি কম্পিউটার বাইরের দিক থেকে আমরা চারটি জিনিষকে দেখতে পাই। যেমন ঃ
(১) কী-বোর্ড (Key-Board)ঃ এর সাহায্যে আমরা টাইপ করে তথ্য বা নির্দেশ প্রদান করতে পারি।
(২) মাউস (Mouse) ঃ কী-বোর্ডের পাশাপাশি মাউসের সাহায্যেও আমরা কম্পিউটারকে নির্দেশ দিতে পারি।
(৩) সিপিইউ (CPU) ঃ এই অংশে আমাদের দেওয়া তথ্য বা নির্দেশ কম্পিউটার মিলিয়ে দেখে নেয় বা প্রক্রিয়াজাত করে। এর ইংরেজী অর্থ হলো- C = Central , P = Processing, U = Unit একসঙ্গে Central Processing Unit বাংলায় কেন্দ্রীয় প্রক্রিয়াজাত করণ এলাকা।
(৪) মনিটর (Monitor) ঃ এই অংশে সিপিইউ থেকে পাঠানো ফলাফলটি প্রদর্শিত হয় ঠিক টেলিভশনের মত।
(১) কী-বোর্ড (Key-Board)ঃ এর সাহায্যে আমরা টাইপ করে তথ্য বা নির্দেশ প্রদান করতে পারি।
(২) মাউস (Mouse) ঃ কী-বোর্ডের পাশাপাশি মাউসের সাহায্যেও আমরা কম্পিউটারকে নির্দেশ দিতে পারি।
(৩) সিপিইউ (CPU) ঃ এই অংশে আমাদের দেওয়া তথ্য বা নির্দেশ কম্পিউটার মিলিয়ে দেখে নেয় বা প্রক্রিয়াজাত করে। এর ইংরেজী অর্থ হলো- C = Central , P = Processing, U = Unit একসঙ্গে Central Processing Unit বাংলায় কেন্দ্রীয় প্রক্রিয়াজাত করণ এলাকা।
(৪) মনিটর (Monitor) ঃ এই অংশে সিপিইউ থেকে পাঠানো ফলাফলটি প্রদর্শিত হয় ঠিক টেলিভশনের মত।