Folder লুকানো ও আবার দেখার উপাই
আজ আমি এই পোষ্ট টি লিখছি আমার জীবনের সব থেকে প্রিয় একজন এটা শিখতে চেয়েছে তাই।
আপনারা ও আমার প্রিয় জান যেন সবাই খুব সহজে শিখতে পারে তার জন্য পুরো পোষ্টটি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি।
Computer এ আমরা কোন ফাইল রাখলে ভয় হয় সেটা কেউ Delete করে দিবেনাত। কেউ সেটা Copy করে নেবেনাত। আর যদি গোপন কিছু রাখা থাকে তবে ভয়, কেউ দেখে ফেলবে নাতো।
আজ আমি আপনাদের সেই সব ভয় থেকে রেহায় দিবো ।
কোন সফটওয়ার , পাসওয়ার্ডর ছাড়াই আপনার ফাইল কে লুকিয়ে রাখতে পারবেন ও প্রয়োজনে আবার দেখে নিতে পারবেন।
স্টেপ বাই স্টেপ ছবি দিয়ে আপনাদের শেখাচ্ছি।
১. Computer এর যে কোন জাইগায় একটি Folder বানিয়ে নিন। (নিচের ছবির মত)
২. উপরের ছবিতে দেখুন Bulbul নামে একটি নতুন Folder আছে। আপনাদের কাজ ওই নতুন Folder টির উপর ডান ক্লিক করুন। দেখুন নিচের ছবির মত দেখাবে।
২. ক্লিক করার পর আপনি Properties এ ক্লিক করুন। তার পর যা আসবে নিচের ছবিতে দেখুন।
৩. এর পর যে নতুন Window টি আসবে তার নিচের লেখা Hidden এর পাশে ক্লিক করুন ও Apply ও OK ক্লিক করে বেরিয়ে যান। দেখবেন আপনার Foldar টি হারিয়ে গেছে। নিচের ছবির মত।
৪. এবার যদি আপনাদের আমি না শেখাই কি ভাবে আবার আপনার Folder টি ফেরাবেন, তাহলে কি করবেন ?