Hidden Folder কি ভাবে দেখবেন।

Hidden Folder কি ভাবে দেখবেন।

এবার শিখে নিন Computer এ লোকানো Folder কি ভাবে আপনি পুনঃউদ্ধার করবেন।

পুরো পোষ্টটাই আমি আমার প্রিয় এক জনের কথায় লিখছি।  আশা করি সে ও আপনারা খুব সহজেই শিখে উঠতে পারবেন। ছবি ভিয়ে সাজানোর চেষ্টা করলাম।
ধন্যবাদ জানাতে আমার Facebook এ মেসেজ করুন।

১. প্রথমে আপ্নিন সেই জাইগায় যান যেখানে আপনি আপনার Folder লুকিয়ে ছিলেন। সেখানে গিয়ে দেখুন উপরের বার এ Organize লেখা আছে। সেখানে ক্লিক করুন। নিচের ছবির মত।
 ২. ছবিতে দেখান োলাপিং এর লেখা Folder and search options এ ক্লিক করুন। তারপর নিচের ছবির মত একটি নতুন Window আসবে।

৩. ছবিতে দেখানো গোলাপি রং এর পাশে ক্লিক করে Applyও OK করে দিন।
ব্যাস শেষ আপনার কাজ। দেখুন আপনার লুকানো Folder আবার ফিরে এসেছে।
পড়তে বিরক্তবোধ করবেন না। খারাপ লাগলে পড়বেন না।