AAdhar Card কি ভাবে বুঝবেন অরজিনাল নাকি ডুবলিকেট।

আজ আমি আপনাদের শেখাবো আধার কার্ড বা অন্য কোন Barcode কি ভাবে চেক করবেন।
কি ভাবে বুঝবেন কার্ড টি অরজিনাল নাকি ডুবলিকেট।

এখন আশা ক্রি প্রাই সবার কাছেই Android মোবাইল ফোন থাকে।
ব্যাস একটি Android মোবাইল থাকলেই আপনি আধার কার্ড চেক করতে পারবেন।
আপনার মোবাইলের Apps Store এ জান।
না বুঝলে মোবাইলে নিচের ছবির মত App  টি খুলুন।
Google Play Store টি খুলে সার্চ করুন barcode scanner
নিচের ছবির মর একটি App আসবে।
App টি Install করুন, খুব ছোট একটি App.
ব্যাস আপনার কাজ শেষ।
এবার App টি ওপেন করুন, দেখুন আপনার ক্যামরা অন হয়ে যাচ্ছে।
হ্যাঁ ওই ক্যামরা তাই আপনার আধার কার্ড স্ক্যান করে দেখাবে কার্ড টি অরিজিনাল নাকি ডুবলিকেট।
আগে থেকেই জেনে থাকলে গর্ভবোধ করুন, না জানলে আমাকে ধন্যবাদ জানাতে ভুলেন না।
নিচে আমার ফেসবুক লিংক টি দিলাম।

নিচে একটি Barcode দিলাম, এটাকেই স্ক্যান করে আমাকে ফেসবুক এ জানিও কি দেখা যাচ্ছে স্ক্যান করে।