Whatsapp এ নিজেকে Unblock করার উপাই।

Whatsapp এ নিজেকে Unblock করার উপাই।




অনেক সময়ই আমরা বহু মানুষকে পছন্দ না হলে কিংবা অন্য কোনো কারণে ফোন, হোয়াটস অ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিই। আবার আমাদেরকেও যে কোউ ব্লক করে দিতে পারে। এরকম ক্ষেত্রে যদি আপনাকে কেউ ব্লক করে দিয়ে থাকেন। আর আপনি যদি সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে এবার আপনি নিজে থেকেই নিজেকে সেই ব্যক্তির ব্লকের তালিকা থেকে আনব্লক করে দিতে পারবেন।

তবে এটা করার আগে মনে রাখবেন, আপনি হোয়াটস অ্যাপ থেকে কিছু ব্যাক-আপ নিয়ে
রাখতে পারবেন না। আর যদি আপনি ব্যাক-আপ নিয়ে রাখতে চান, তাহলে নিজেকে আনব্লক করতে পারবেন না।
প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনাকে সত্যিই ব্লক করা হয়েছে। তার জন্য জানুন কী করবেন-
যে ব্যক্তিকে আপনি সার্চ করতে চাইছেন, সেই ব্যক্তির হোয়াটস অ্যাপ স্টেটাস কিংবা শেষ বার কখন অনলাইন হয়েছিলেন, সেই সমস্ত তথ্য দেখতে না পান অর্থাৎ ইনভিজবল থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে ব্লক করা রয়েছে।
এবার জানুন কীভাবে নিজেকে আনব্লক করবেন-
১) Whatsapp  ওপেন করুন।
২) এবার Settings যান।
৩) এবার Account ক্লিক করুন।
৪) Delete Account অপশনে ক্লিক করুন।
৫) সেখানে আপনার নাম্বার লিখুন এবং আপনার Account স্থায়ীভাবে ডিলিট করে দিন।
৬) এবার আপনার ফোন থেকে হোয়াটস অ্যাপ মেসেঞ্জার Uninstall করুন।
৭) ফোনটিকে রিস্টার্ট করুন।
৮) এবার পুনরাই আপনার ফোনে হোয়াটস অ্যাপ ইনস্টল করুন। আর পদ্ধতি মেনে চলুন।
৯) আপনি নিজেকে Unblock করতে সফল হয়েছেন।

আমরা জিনিয়াস আমরা বাঙালি সব পারি। পশ্চিমবঙ্গের নাম পালটে
বাংলা করার সিদ্ধান্ত কি আপনার ভালো মনে হচ্ছে ? আমাকে Comment করে বলুন। নিচের আমার Facebook ID ling দিলাম।

https://www.facebook.com/prince.bublul