মোবাইল লকস্ক্রিনে নিজের নাম লিখুন কোন সফটওয়ার ছাড়াই।

মোবাইল লকস্ক্রিনে নিজের নাম লিখুন কোন সফটওয়ার ছাড়াই।
কেমন হয় যদি আপনার Lock Screen এ আপনার নাম দেওয়া যায়। তাও আবার কোন Software ছাড়াই। কম্পিউটারে যেমন স্ক্রিন টাইম আউট হলে অটোমেটিক স্ক্রিনে নাম আসে। তেমনি আপনি চাইলে এই সুবিধা টি আপনার Android ফোনেও পেতে পারেন।
.কি করতে হবে নিচের Step দেখুন।
                                     
 ১. “Settings” এ click করুন।
 ২. “Security” তে Click করুন।
 ৩. “Owner info” তে Click করুন।
.
‘Show Owner info On Lock Screen’ এখানে টিক দিয়া তার নিচের Box এ আপনার নাম লিখে Save করুন। এবার Lock Button চেপে দেখুন। ব্যাস আপনার কাজ শেষ।
.
কারো কারো মোবাইলে Security তে Owner Option নাও থাকতে পারে. সেক্ষেত্রে Setting থেকে Screen Lock এ Click করুন। এখানে দেখুন Owner info Option পেয়ে যাবেন।


এমনি নানা রকম টিপস পেতে আমাকে আমার ফেসবুক এ মেসেজ করুন। আমার ছবিতে ক্লিক করলেই আমার প্রোফাইল পেয়ে যাবেন।
আমি বুলবুল স্ব সময় আপনাদের পাশে থাকি আর থাকবোও।
ধন্যবাদ সকলকে।
https://www.facebook.com/prince.bublul