Computer এর কোন প্রগ্রাম কাজ না করলে কিভাবে বন্ধ করবেন।
আমরা আনেকেই Computer ব্যবহার করতে গিয়ে মাঝেই বিরক্ত হয়ে যায়। কারন কোন একটা প্রগ্রাম কাজ করেনা।
তার সমাধান আজ আমি বুলবুল আপনাদের জানাব ছবি সহ।
এটাকে সাধারণত Hang হয়ে যাওয়া বলে. আমরা অনেকেই এ অবস্থায় কম্পিউটার Restart দিয়ে সমাধান করে থাকি .
তবে এর থেকে অনেক সহজ সমাধান ও রয়েছে ,দেখা যাক সেটা কি ?
তবে এর থেকে অনেক সহজ সমাধান ও রয়েছে ,দেখা যাক সেটা কি ?
Windows Task Manager :
১// কীবোর্ড থেকে Ctrl + Alt + Delete চাপুন .
Windows 7 হলে Logging পেজ চলে আসবে ,সেখান থেকে Start Task Manager ক্লিক করুন .১// কীবোর্ড থেকে Ctrl + Alt + Delete চাপুন .
অথবা Task Bar এ Mouse এর Right বাটন ক্লিক করে Start Task Manager নির্বাচন করুন .
২// Task Manager উইন্ডো চলে আসবে.যে প্রোগ্রাম বন্ধ করতে চান সেটাতে ক্লিক করে End Task চাপুন .
প্রোগ্রাম টি বন্ধ হয়ে যাবে .এভাবে কম্পিউটার Restart না দিয়েও যে কোনো প্রোগ্রাম সরাসরি বন্ধ করতে পারেন