Notepad এর ভিতরে Game

আজ Notepad শেখাতে চাই আপনাদের।

Computer এর একটি Internal Software হল Notepad. মানে Computer এ Operating System Install করলেই Notepad আপনার Computer  এ এসে যায়।
Notepad খুজে না পেলে Start বাটন এ গিয়ে লিখুন Notepad. দেখুন চলে আসবে। নিচের ছবির মত।
Notepad খুললে দেখবেন সেই একঘেয়াম লেখার জায়গা। আপনারা শুনলে হয়ত অবাক হবেন। Notepad হল Computer এর সব থেকে কাজের একটি Software . এখানে কি ভাবে Game খেলা হয় তা আমিও জানিনা। কিন্তু যেটা শেখাবো সেটা Game খেলার থেকেও ভালো।
আমি শেখাবো Auto run কি ভাবে বানাবেন। Auto Run মানে হল অটোমেটিক কাজ করে অমন কিছু বানানো শেখাবো।
Open করুন আপনার Notepad আর লিখুন MD স্পেস দিয়ে আপনার যা খুশী লিখুন। নিচের ছবির মত।
এবার আপনি Save As করুন Desktop সিলেক্ট  করে যে কোন নাম দিয়ে ব্যাস নামের শেষে .bat (ডট ব্যাট) লিখুন আর Save করুন। Close করে দিন। এবার আপনার Save করা। Folder টা থিক নিচের ছবির মত দেখাবে।
Folder টিতে Double ক্লিক করুন আর দেখুন ম্যাজিক।
ভালো লাগলে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আমি বুলবুল সব সময় আপনাদের বিভিন্ন টিপস দিয়, আর সব সময় সাহায্য করি করবও।
পোস্ট টি পুরো পড়ার জন্য ধন্যবাদ।